সোমবার, ৭ নভেম্বর, ২০২২

দিব রক্ত বাঁচবে প্রাণ, সেচ্ছায় করিব রক্ত দান"

ঋদ্ধিময় নিউজ ডেক্স

দিব রক্ত বাঁচবে প্রাণ, সেচ্ছায় করিব রক্ত দান"


‌এই স্লোগানকে সামনে রেখে বুদ্ধ ও শ্রাবক প্রসংশিত দানরাজা, দানশ্রেষ্ঠ বস্ত্রাধিরাজ শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২০২২ইং উপলক্ষে গত ০৫/১১/২০২২ইংরেজী( শনিবার)দক্ষিণ মরিচ্যা বেণুবন বৌদ্ধ বিহার ও ০৬/১১/২০২২ ( রবিবার) ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহার, উখিয়া, কক্সবাজার প্রাঙ্গণে কক্সবাজার জেলার অন্যতম মানবিক সংগঠন, আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী নামক  কক্সবাজার জেলা সংগঠনের আয়োজনে এবং উখিয়া উপজেলার অন্যতম মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর সার্বিক সহযোগিতায়, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও স্থানীয় জনসাধারণের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উৎসাহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় করেন। এতে উপস্থিত ছিলেন  আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরূণী, কক্সবাজার জেলা সংগঠনের দাতা সদস্য রনজিত বড়ুয়া, সভাপতি ভিক্ষু তিষ্যানন্দ, সমাজ কল্যাণ সম্পাদক বাবু পাপন বড়ুয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বাবু নান্টু বড়ুয়া, সুব্রত বড়ুয়া, টিপলু বড়ুয়া,রিকন বড়ুয়া,রুপন বড়ুয়া, প্রিয়াস বড়ুয়া,শিমলা বড়ুয়া,রিকছন বড়ুয়া,আদিত্য বড়ুয়া, সুলাল বড়ুয়া, সাজু বড়ুয়া, হৃদয় বড়ুয়া ও লিলি বড়ুয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের পক্ষে     এডমিন মাহমুদুল হাসান রাশেদ, সহ- এডমিন মিজানুর রহমান,  সহ-এডমিন সিরাজুল হক জিয়া,সহ-এডমিন আব্দুল গনি,সহ-এডমিন নুরুল আবছার, উক্ত ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম টেকনিশিয়ান চম্পা কলি ও সাইফুল ইসলাম মডারেটর পাপন বড়ুয়া, আমির কাশেম,আকতার হোসেন সিকদার,মোহাম্মদ আশেক ইলাহী, হাসান উল্লাহ, ঊর্মি সালমা, আরমান হোসেন,মোঃ ইউনুস , জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ ইউনুস রুবেল সহ অনেকে।


উক্ত কার্যক্রম শেষে কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরূণী, কক্সবাজার জেলা সংগঠনের সভাপতি ভিক্ষু  তিষ্যানন্দ উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট'কে ধন্যবাদ জ্ঞাপন করেন।