বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রথম বাংলাদেশী হিসেবে "অশোক স্তম্ভ"অ্যাওয়ার্ড পাচ্ছেন ফ্রা.এইচ.মহিপাল থেরো

 ঋদ্ধিময় নিউজ ডেক্স-

 কালের বিবর্তনে বাংলাদেশে বৌদ্ধদের সংখ্যা সিন্ধু থেকে বিন্দু'তে পরিনিত হয়েছে। এই বিন্দু থেকে সৃষ্টি হওয়া কিছু কিছু গৌরবনন্দিত সন্তান তাদের মেধা মমন প্রজ্ঞা শ্রম সাধনা আত্মত্যাগের মাধ্যমে দেশে এবং  বহির্বিশ্বে এমন কিছু গৌরবময় অর্জন বয়ে আনে যা আমাদের আনন্দে,উচ্ছ্বাসে উদ্বেলিত করে তোলে।

সেই নন্দিত সন্তাদের একজন ফ্রা এইচ মহিপাল থেরো মহোদয়। মহাকারুণিক তথাগত বুদ্ধের শাসন সদ্ধর্মের উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশীদের মধ্যে সর্ব প্রথম থাইল্যান্ডে আন্তর্জাতিকভাবে 'অশোক স্তম্ভ অ্যাওয়ার্ড' লাভ করতে যাচ্ছেন পরম কল্যামিত্র শ্রদ্ধেয় ফ্রা এইচ মহীপাল থেরো মহোদয়।                                                                                    আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার থাইল্যান্ডের                              ব্যাংককে অবস্হিত 'মহাচুলালংকারানরাজাবিদ্যালয়া বিশ্ববিদ্যালয়ে' এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই অ্যাওয়ার্ডে থাই রাজপরিবারের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।                                                                               ফ্রা এইচ মহিপাল থেরো মহোদয় দীর্ঘদিন থাইল্যান্ডের বিখ্যাত ধম্মকায়া ফাউন্ডেশনে অবস্হান করে ধর্ম বিনয়ের উপর লেখা-পড়া করে বর্তমান অবধি সেখানে অবস্হান করে বিশ্বব্যাপী সদ্ধর্মের ধ্বজা উড়াচ্ছেন।                                                                                এইচ মহিপাল থেরো মহোদয় ইতোমধ্যে থাইল্যান্ড থেকে বাংলাদেশের বিভিন্ন বিহারে বড়-ছোট প্রায় দেড় শতাধিক বুদ্ধ প্রতিবিম্ব এনে দিয়ে এবং আর্থিক সাহায্য সহযোগিতা করে বাংলাদেশী বৌদ্ধদের প্রভূত উপকার সাধন করে যাচ্ছেন। তাঁর এই কল্যাণধারা চলমান রয়েছ। সদ্ধর্মের প্রচার-প্রচারে তিনি ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।  

                                                   


                                                                                                                                                                     Venerable H Mahipal Thero of Bangladesh going to receive 'Ashoka Pillar Award' from Thailand for Moral Leadership and benefiting Buddhism. Wish your good health,peaceful and happiness life.Heartiest congratulations 

HMahipal Tharo.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: